» সিলেটের নিউজ রিপোর্টঃ  সিলেটে নির্বাচনী সংবাদ সংগ্রহের পাস কার্ড নিয়ে ধুম্রজাল

Published Date:26. July. 2018 | Thursday

 

সিলেটের নিউজ রিপোর্টঃ সিলেট জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে ঢাকা থেকে সদ্য আসা সহকারী সচিব আসাদুল হক (মিডিয়া সেল) সহকারী পরিচালক হিসাবে যোগ দিয়েছেন। গত ২৪ জুলাই নির্বাচনী কার্যালয়ের সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। বৈঠকে সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব যোগ দেয়নি। সিনিয়র সাংবাদিক সাব্বির জালালাবাদীর নেতৃত্বাধীন সিলেট জালালাবাদ প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্য স্তরের সাংবাদিকবৃন্দ বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে সহকারী সচিব আসাদুল হক জানান, সিলেট সিটি কর্পোরেশন ২০১৮ উপলক্ষে তিনি মিডিয়া সেল এর সহকারী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন। এতে তিনি জানালেন, কোন সাংবাদিক ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। কোন সংবাদপত্রের প্রকাশনা রানিং না থাকলে সংবাদ সংগ্রহের পাস কার্ডের আবেদন গৃহীত হবে না। কোন অসাংবাদিক এই কার্ড ব্যবহার করতে পারবে না। কিন্তু গত ২৫ জুলাই সিলেটের একটি স্থানীয় দৈনিক যেটি দীর্ঘ প্রায় ২ বছরের বেশী সময় ধরে প্রকাশনা বন্ধ সেই পত্রিকার সাংবাদিকদের সংবাদ সংগ্রহে নির্বাচনী পাস কার্ডের অনুমতি দিয়েছেন। অথচ একটি সাপ্তাহিক পত্রিকা যেটি সরকারের ডিক্লারেশন প্রাপ্ত সেই পত্রিকার প্রকাশনা বিগত ২ বছর আগে হয়েছিল। সে পত্রিকা দিয়ে একজন সিনিয়র সাংবাদিক ও বার্তা সম্পাদক পাস কার্ডের আবেদন করলে আসাদুল হক তা গ্রহণ না করে বাতিল করে দেন। অথচ ঐ সাংবাদিক সার্বক্ষণিক সংবাদ আদান-প্রদানের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। আসাদুল হক কিছু কিছু সংবাদ কর্মীদের উপস্থিত আইনের দোহাই দিয়ে তাদের ফেরত দেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার অধীনস্থ সাংবাদিকদের নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য পাস কার্ড না দিয়ে তাদের কথা তিনি আমলে নেননি। তেমনি সিলেটে সক্রিয় অনেক অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন টেলিভিশন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের পাস কার্ড ইস্যু করতে নিষেধ দেন। এ নিয়ে সিলেটে কর্মরত স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তবে একজন সাংবাদিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এসব সাংবাদিকদের নির্বাচনী মিডিয়া পাস কার্ড না দেয়া গণতান্ত্রিক রেওয়াজ নয়। তাতে সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহ থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে।

[hupso]